সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী, তবে…

চলমান বিশ্বকাপ ক্রিকেটের আগামীকালের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। ওদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পরের দুই ম্যাচের বড় হারে দিশেহারা বাংলাদেশ। জিততে হলে পুনের ব্যাটিং উইকেটে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের।

এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে হাজির হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। তিনি বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ অক্টোবর) ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে ক্রিকেটারদের সঙ্গে ডেট-এ যাবেন তিনি।

ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগি হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে এক্স হ্যান্ডলে সেহার শিনওয়ারি লিখেছিলেন, ‘আমি বাবর আজম ও তাঁর দলের বিরুদ্ধে এফআইআর দাখিল করব। কারণ তারা ক্রিকেট না খেলে জাতির আবেগ নিয়ে খেলে।’

তবে এই হুমকির পরও শিক্ষা হয়নি বাবরদের। বিশ্বকাপেও তারা হেরে বসে আছেন ভারতের কাছে। সেদিন ভারতীয় এক কালো জাদু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেও দলের হার এড়াতে পারেননি সেহার। তাই ভারতকে হারাতে বাংলাদেশের ক্রিকেটাররাই তার শেষ ভরসা। 

পাকিস্তানের হারের শোকে মুহ্যমান সেহার গত ১৫ অক্টোবর (রবিবার) এক্স-বার্তায় জানান, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’

বলা বাহুল্য, ভারত-বাংলাদেশ ম্যাচে হট ফেবারিট ভারতই। কিন্তু গত ১৬ অক্টোবরের (সোমবার) এক্স-বার্তায় সেহারকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’  

কিন্তু পাকিস্তানের অনেক সমর্থকই এমন এক্স-বার্তাকে গুরুত্ব দেননি। তাঁরা সেহারকে আগের টুইটগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তুমি তো আগেরবার বলেছিলে এক্স হ্যান্ডল ছেড়ে দেবে। মিথ্যুক।’

অন্য একজন বলেছেন, ‘আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর কর।’ আরেকজন তাঁর দেওয়া আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তোমার নাম বদলাবে কবে?’

তবে কি শেহারের প্রতিশ্রুতি ভঙ্গের অভ্যাস আছে? ভারতকে হারাতে পারলেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তিনি কি সত্যিই ডেট-এ যাবেন,  না কি সবটাই তার মিথ্যা আশ্বাস?

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //