ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন তারকা ক্রীড়বিদরা

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা  দেশব্যাপী সর্বস্তরের মানুষ ঈদ উদযাপন করছেন। ক্রীড়াঙ্গনের তারকারাও ব্যস্ত রয়েছেন পরিবার সাথে কিংবা মাঠের সূচি নিয়ে। তবে যে যেখানেই থাকুন না কেন, বিশেষ এই দিনটি উপলক্ষ্যে বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা।

প্রিয়জনদের সঙ্গে ঈদের এই মুহুর্ত যেন আনন্দ বয়ে নিয়ে আসে সামাজিক মাধ্যমে এমনই বার্তা দিয়েছেন তারা।

এবারের ঈদ মাগুরায় বাবা-মায়ের সঙ্গে পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফেইসবুক পোস্টে তিনি ঈদবার্তায় বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পরিবার নিয়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন আগেই। ওমরা হজের পর সেখানেই ঈদুল ফিতর উদযাপন করেন তিনি। পরিবারসহ আরাবিয়ান পোশাকে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

তামিম ইকবাল বলছেন, ‘উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মুবারক!’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ‘সকল প্রিয় মানুষদের জানাই ঈদ মুবারক! আশা করি এই দিনটি আপনাদের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি আনুক। আমরা ভালোবাসা এবং ঐক্যের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করি।’

মাহমুদউল্লাহ রিয়াদ রমজানের স্পৃহা নিয়ে পুরো বছর কাটানোর ইচ্ছাপ্রকাশ করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। পবিত্র রমজানের অনুভূতি পুরো বছরজুড়েই আমাদের সঙ্গে থাকুক এবং আনন্দ ও সম্মানের সঙ্গে জীবন পরিপূর্ণ হয়ে উঠুক।’

পবিত্র মক্কায় হজ পালনের ছবি দিয়ে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ করছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ঈদগাহে সবার সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘সবাইকে সালাম ও ঈদ মোবারক। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের প্রতিদান দিক। জাজাকাল্লাহ খায়ের।’

বাবা ও সন্তানের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেছেন পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //