ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিন দিন মধুর হচ্ছে। কয়েকদিন আগে দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় পুনরায় দূতাবাস চালু করেছে দেশটি। যার মূল কারণ আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন। এবার আজ শুক্রবার (১০ মার্চ) ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে এসেছে আর্জেন্টিনা দল।

জানা গেছে, বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। কিছু সমস্যার কারণে গত আসরে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু কাপ কাবাডির ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে আটটি করে দেশ অংশ নিয়েছিল। এবারের আসরে ১২টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো- আর্জেন্টিনা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড ও পোল্যান্ড। 

এদের মধ্যে তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা এবারই প্রথম অংশ নেবে টুর্নামেন্টে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //