আবুধাবি টি-টেন লিগের টিকিট বিক্রি শুরু ১৫ নভেম্বর

গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগের টিকিট বিক্রি। কিউ টিকিটস থেকে ব্যক্তিগত, পরিবার ও করপোরেট হসপিটালিটি বক্সের টিকিটগুলো কেনা যাবে।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর, যা ৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। আট দলের ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে সারা বিশ্বের অনেক বড় বড় তারকা অংশগ্রহণ করবে। তাই আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম।

আবুধাবি টি-টেনের সিওও রাজিব খান্না বলেছেন, আমরা করোনার বিধিনিষেধ থেকে বেরিয়ে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিচ্ছি। জায়গাটা আমাদের জন্য রোমাঞ্চকর।

২০২১ সালে প্রায় ৩৪২ মিলিয়ন লোক টি-টেন লিগ দেখেছেন। এই বিষয়টি জানিয়ে তিনি বলেন, আমরা দর্শকের রোমাঞ্চের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। যেমনটা আগে কখনও হয়নি। এখন টিকিট পাওয়া যাচ্ছে কিউ টিকিটে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশে মালিকানাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স। এই ম্যাচে কাইরন পোলার্ডের দল নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটরস খেলবে টিম আবুধাবির বিপক্ষে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বশেষে শীর্ষে থাকা দুই দল খেলবে কোয়ালিফায়ার-১ এ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //