লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের দলের মালিক গ্রেপ্তার

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) একটি দল ডাম্বুলা থান্ডার্সের মালিক ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের তামিম রহমানকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। 

লঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় পুলিশের সূত্রে ক্রিকইনফো জানায়, তামিম রহমান ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক। কলম্বো থেকে বিমানে ওঠার সময়ে বোর্ডিংয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, বেশ ঘটা করেই লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। যার মালিকানায় ছিলেন । দলটির বিদেশি আইকন করা হয়েছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে।

আজ মঙ্গলবার (২১ মে) নিলাম থেকে শক্ত একটা দলও গঠন করেছিল তারা। কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //