ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের তামিলনাড়ুর শিবাকাশি এলাকার পাশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। 

এ ছাড়া এই ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। ভারতীয় পুলিশের বরাতে এই খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ মে) বিরুধুনগর জেলার শিবাকাশির পাশে একটি আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। 

গুরুতর আহতদের মধ্যে দু’জনকে বিরুধুনগর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারতের আতশবাজি উৎপাদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিবকাশি। এখানকার আতশবাজির বার্ষিক বাজার ছয় হাজার কোটি রুপি। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে তিন লাখ মানুষ নিয়োজিত। 

এই এলাকায় থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির আতশবাজি, ম্যাচ ও স্টেশনারি আইটেমের বড় একটি অংশ উৎপাদন হয়ে থাকে।

এই ঘটনার পর পর ইতিমধ্যে কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //