বাংলাদেশি জিম্মি জাহাজ মুক্তির বিষয়ে কড়া পদক্ষেপ ভারতের

ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

আজ শনিবার (২৩ মার্চ) তিনি বলেন, ভারতীয় নৌবাহিনী জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ওপর কড়া নজর রাখছে এবং জাহাজটিকে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যুবিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

আগে প্রতিদিন ৫৪-৫৫টি জলদস্যু বিরোধী জাহাজ থাকত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-৬৫টিতে।

তিনি আরও বলেন, ‘ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে?’ সূত্র: ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //