ইমরানের দলের বিক্ষোভ, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকেও ‘উচ্চ সতর্কতামূলক’ অবস্থানে রাখা হয়েছে। ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপি ও জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

ইসলামাবাদ পুলিশ পিটিআইয়ের বিক্ষোভের কথা উল্লেখ না করেই জানিয়েছে যে এফ৯ পার্কের কাছে চাপ বাড়তে পারে। লোকজনকে এর কাছাকাছি রুটগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শও দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি প্রয়োজন মেটানোর জন্য ‌‘কাউন্টার টেরিরিজম’ বিভাগকে টহলে মোতায়েন করা হয়েছে।

বিরোধীদলে বসবে পিটিআই
নির্বাচন-পরবর্তী টালমাটাল পরিস্থিতির মধ্যে নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। শুক্রবার রাতে তারা জানিয়েছে, তাদের দল বিরোধীদলের ভূমিকায় থাকবে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা ইমরান খানের নির্দেশেই দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

কওমি ওয়াতান পার্টির (কিউডব্লিউপি) সাথে এক বৈঠকের পর পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ সাংবাদিকদের বলেন, পিটিআই জাতীয় পরিষদ এবং পাঞ্জাব পরিষদে বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //