নির্বাচনে ৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব: মোদি

আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ভোটে জিতবে এবং বড় সিদ্ধান্ত নেবেন বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভবত লোকসভা নির্বাচনের আগে বর্তমান লোকসভায় তার শেষ ভাষণ দিয়েছেন তিনি। সেখানেই তিনি দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একা ৩৭০টি আসন পাবে। আর এনডিএয়ের আসন সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে।

এখানেই থামেননি মোদি। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা আগামী এক হাজার বছরের জন্য ভিত তৈরি করে দেবে। তবে, মোদি কী বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেবিষয়ে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, মোদির গ্যারান্টি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকার দেশকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি করবে।

মোদি বলেছেন, ‘আমাদের তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। আর একশ থেকে ১২৫ দিনের মধ্যেই তা হয়ে যাবে। আমি দেশের মুড দেখতে পাচ্ছি। এর ফলে এনডিএয়ের আসনসংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। বিজেপি অন্ততপক্ষে ৩৭০টি আসন পাবে।’ এরপরই মোদি বলেন, ‘আবকি বার’ (পরের বার), বিজেপি সাংসদরা বলেন, ‘চারশ পার’।

জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করে মোদি বলেন, ‘জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী মনে করতেন, ভারতীয়রা অলস ও কমবুধিসম্পন্ন। এই মানসিকতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমি দেশের মানুষের ওপর পুরো বিশ্বাস রাখি।’ 

মোদির দাবি, কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বেরোতে পারেনি। তাদের সামনে বিরোধী দলের ভূমিকা পালনের সুযোগ এসেছিল। সেই সুযোগও তারা হাতছাড়া করেছে। মল্লিকার্জুন খড়গে তো রাজ্যসভায় চলে গেছেন। গুলাম নবি তো পার্টি থেকেই চলে গেছেন।’ মোদি বলেছেন, কংগ্রেস ওই পরিবারকেই বারবার নানাভাবে সামনে উপস্থাপন করছে। তাতে কোনো লাভ হচ্ছে না। অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাকেও পরিবারতন্ত্রের পুজো করতে হয়।’  

নরেন্দ্র মোদির বক্তব্যের জবাবে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী (অধীরবাবু) বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রনায়ক হতে পারলেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অশোভনীয় বক্তব্য শুনব বলে আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই থেকে গেছেন। আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন। তিনি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালবাসেন।’ ডয়েচে ভেলে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //