ভারতের লোকসভা থেকে ১৫ বিরোধী এমপি বহিষ্কার

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বিরোধী দলীয় ১৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বরখাস্ত ওই ১৫ এমপির মধ্যে অন্তত ৯ জন কংগ্রেসের। দুজন সিপিএম, দুজন ডিএমকে ও একজন সিপিআই দলের। তাদের মধ্যে কংগ্রেসের মানিকম ঠাকুর এবং ডিএমকে কানিমোঝিও রয়েছেন।

বুধবার টিএন প্রথাপন, হিবি ইডেন, যোথিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুরিয়াকুস- এই পাঁচ কংগ্রেস এমপিকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।

লোকসভার নিরাপত্তা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ছোট ক্যানিস্টার স্প্রে করে। এতে সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় সরকারের বিবৃতি দাবি করে স্লোগান দেয় বিরোধীরা।

প্রসঙ্গত, চলমান শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর এটি শেষ হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //