‘মোদিজি না, শুধু মোদি বলে সম্বোধন করুন’

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিজেপি পার্লামেন্ট দলের সভায় বক্তৃতা করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয় শুধু কারও একার জয় নয়, দলের সমস্ত কর্মীদেরই বিজয়।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনের কাজ শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোদি জোরের সঙ্গে বলেন, এটা শুধু দিল্লির নেতাদের জয় নয়, যে কর্মীরা নিজেদের এলাকায় দল এবং জনগণের সেবা করার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরই জয়।

এমএলএ-দের উদ্দেশে  নরেন্দ্র মোদি বলেন, তারা যেন তাকে ‘মোদিজি’ না বলে শুধু মোদি বলে সম্বোধন করেন।

তিনি বলেন, জনগণ তাঁকে শুধুমাত্র মোদি নামেই চেনে। তাই তাঁর নামের সঙ্গে ‘আদরণীয়’, ‘শ্রী’ এবং ‘জি’-র মতো আনুষ্ঠানিক উপাধি যোগ করে তাদের সঙ্গে দূরত্ব তৈরি করার দরকার নেই।

প্রসঙ্গত, এই বৈঠকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোদিকে অভ্যর্থনা জানানো হয়। দলের জাতীয় সভাপতি, জেপি নাড্ডা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান এবং অভিনন্দন জানান। কেন্দ্রীয় মন্ত্রী ও এমএলএরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //