বালেশ্বর ট্র্যাজেডি: একই পরিবারের ৩ সহোদরের মৃত্যু

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নিহিত পাঁচ বাসিন্দার মধ্যে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে। জানা যায়, অন্ধ্রপ্রদেশে ধান রোপণের কাজে যাচ্ছিলেন তারা। 

পরিবারের পক্ষ হতে জানানো হয়, ঘটনাস্থল থেকে এক সহযাত্রী তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পরিবার জানায়, বেশ কয়েক বছর ধরে অন্ধ্র প্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বাসন্তীর বাসিন্দা হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েন। বর্ষার শুরুতে অন্ধ্র প্রদেশে ধান রোপণের এ কাজ তারা করতেন। 

শুক্রবার রাতে সহযাত্রীর ফোনে মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

ছাড়াও বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন - বিকাশ হালদার, সঞ্জয় হালদার। শুক্রবার সকাল নয়টায় বাড়ি থেকে বের হন তারা আর রাতেই আসে তাদের চিরবিদায়ের খবর। 

উল্লেখ্য, শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে শনিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

রেলমন্ত্রী অশিনি বৈষ্ণ উদ্ধার অভিযান শেষ হওয়ার ব্যাপারে বলেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত করব এবং নিশ্চিত করব ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না।

ত্রাণ ও উদ্ধারকাজে ওড়িশা ও কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দলও পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র: হিন্দুস্তান টাইমস 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //