পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আট জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ মে) পৃথক দুটি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদমাধ্যম ডন ডটকম।

কুররাম জেলা হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট কাইসার আব্বাস বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন।

এর কিছুক্ষণ পর প্রায় ছয় কিলোমিটার দূরের আরেকটি স্থানে গুলিবর্ষণের দ্বিতীয় ঘটনাটি ঘটে। এতে সাত শিক্ষকের প্রাণহানি ঘটে।

ডন পত্রিকার স্থানীয় একজন প্রতিনিধি হামলার সময় স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, সরকারি হাইস্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।

পাকিস্তানে ইদানীং সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে সরকারের সঙ্গে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে।

এক প্রতিবেদনের বরাতে ডন জানায়, এ বছরের জানুয়ারিতে পাকিস্তানজুড়ে ৪৪টি সন্ত্রাসী হামলায় ১৩৪ জনের প্রাণহানি হয়। ২০১৮ সালের পর এটিই সর্বোচ্চ।

এদিকে হামলা ও হতাহতের ঘটনায় খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনও কোনো বিবৃতি দেয়নি বলেও জানিয়েছে ডন ডটকম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //