মোদিকে কটূক্তির মামলায় রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক মন্তব্যের জের ধরে তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। সেই মামলায় আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এ নেতাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের একটি আদালত।

এই রায়ের পরপরই ১০ হাজার রুপির একটি জামিন বন্ড দিয়ে মামলায় জামিনও পেয়েছেন তিনি। আজ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় পেয়েছেন ভারতের ওয়ানাডের এই এমপি। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারকালে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়?’

তিনি নরেন্দ্র মোদির সঙ্গে নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে ‘মোদি’ পদবীর সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। 

রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের সাবেক মন্ত্রী বিজেপির পূর্ণেশ মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //