বিদ্রোহীদের সাথে বসতে চান মিয়ানমারের জান্তাপ্রধান

মিয়ানমারে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মুখোমুখি শান্তি আলোচনায় বসার ডাক দিয়েছেন দেশটির জান্তাপ্রধান। 

আজ শুক্রবার (২২ এপ্রিল) জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। ’ তিনি আগামী ৯ মের মধ্যে গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের নিবন্ধন করে নিতে বলেন। তিনি প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলে জানান।

জেনারেল মিন অং হ্লাইং আরো বলেন, ‘মানুষ যাতে শান্তি ও উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে সেজন্য আমরা সবাই সৎ ও খোলাখুলিভাবে আলোচনায় বসতে চাই। ’ তবে বক্তব্যে কোনো সুনির্দিষ্ট তারিখের কথা জানাননি জান্তাপ্রধান।

কয়েক দশক ধরে মাদক বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ ও এলাকার কর্তৃত্ব বজায় রাখতে নিজেদের মধ্যে কিংবা সামরিক বাহিনীর সাথে বিরোধ লেগে আছে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর।

সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া এই বিরোধী গোষ্ঠীগুলোকে প্রতিহত করতে বেগ পেতে হচ্ছে সামরিক বাহিনীকে। মিয়ানমারে প্রায় ২০টির মতো বিদ্রোহী গোষ্ঠী আছে। এর বেশিরভাগই প্রত্যন্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ জারি রেখেছে।

এছাড়া সেনা অভ্যুত্থানে অং সান সু চির সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর গড়ে উঠেছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। প্রায় প্রতিদিনই জান্তা বাহিনীর সাথে পিডিএফ বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এর মধ্যেই জান্তাপ্রধানের কাছ থেকে এমন প্রস্তাব এলো। - এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //