আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করেছে জার্মানি

সংঘাতময়, সঙ্কটাপন্ন আফগানিস্তান থেকে জার্মানি তাদের দেশের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্র্যাম্প ক্যারেনবাওয়া জানিয়েছেন, গত বৃহস্পতিবার আফগানিস্তান থেকে সর্বশেষ জার্মান সেনা নিয়েও বিমান ছেড়ে গেছে। খবর এএফপির।

তিনি বলেন, ‘সব সেনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব সদস্য ও ফেডারেল পুলিশ.. যারা আমাদের মিশনকে শান্তিপূর্ণভাবে শেষ করেছেন। তারা সবাই নিরাপদে কাবুল থেকে বের হয়ে এসেছেন। আফগানিস্তানে বিপদজনক মিশন শেষ করে আমাদের সেনারা নিরাপদে আফগান আকাশসীমা যে নিরাপদে পার হয়ে এসেছেন, সেটাই স্বস্তির।’

অ্যানেগ্রেট ক্র্যাম্প ক্যারেনবাওয়া,গত ১৫ আগস্টে তালেবান রাজধানী কাবুল দখল করে নেওয়ার পরদিন থেকে আফগানিস্তান থেকে ৫ হাজার ৩৪৭ জনকে দেশটি থেকে বের করে নিয়ে এসেছে জার্মানি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সব বিদেশি নাগরিকদের বের করে নিয়ে আসার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। 

পশ্চিমা দেশগুলো বলছে, এই সময়সীমার মধ্যে সংঘাতময় আফগানিস্তান থেকে সব বিদেশি নাগরিকদের বের করে নিয়ে আসা সম্ভব নয়। তারা সময়সীমা বাড়াতে তালেবানের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছে। 

তবে তালেবান জানিয়ছে, বিদেশিদের সরিয়ে নেওয়ার সময়সীমা ৩১ আগস্টের পর বাড়ানো যাবে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //