মমতাকে দিদি ডেকে মোদির অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২ মে) থেকে বিধানসভার ভোটের ফলাফল আসতে থাকে। এতে তৃণমূল কংগ্রেস ২১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। এমন অবস্থায় মমতাকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি।

টুইটে মোদি লেখেন, পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন মমতা দিদি। কোভিড মোকাবেলায় পশ্চিমবঙ্গের সরকারকে সবরকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।

এদিকে মমতার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষণা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করে। সেখানে পুনর্গণনা হবে না।

নন্দীগ্রামে ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //