আরএসএস প্রধান মোহন ভাগবত করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

আরএসএস সূত্রের খবর, তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। 

সংগঠনের তরফে একটি টুইটে বলা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ড. মোহন ভাগবত করোনা পজেটিভ। করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে তার শরীরে। আপাতত তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি। সেখানে তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন।

তাৎপর্যপূর্ণভাবে ৭ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোহন ভাগবত। পাশাপাশি আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়া যোশীও ওইদিনেই নাগপুরের ন্যাশানাল ক্যানসার ইনস্টিটিউট থেকে করোনা টিকার প্রথম ডোজ নেন।

প্রসঙ্গত, ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আজ শনিবার (১০ এপ্রিল) দেশটিতে এক লাখ ৪৫ ‍হাজার ৩৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড।

শনাক্তের সাথে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শনিবার মারা যান ৭৯৪ জন। মোট মৃত্যু এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন। -এই সময়

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //