মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা চান জাতিসংঘ দূত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহতের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শানার।

গতকাল শুক্রবার (৫ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের নভেম্বরের নির্বাচনের ফলের প্রতি সমর্থন জানাতে ও দেশটির জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।

মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পাশাপাশি অং সান সুচিসহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে আটকও করে।

এর প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বিক্ষোভ, ধর্মঘটসহ নানান কর্মসূচি হচ্ছে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের উদ্দেশে শানার বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী পার পাবে, এমনটা আর কতবার হতে দেবো আমরা?

এদিকে আজ শনিবার (৬ মার্চ) দেশটির বিভিন্ন শহরে অভ্যুত্থানের প্রতিবাদ ও বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াংগনেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা গেছে। -রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //