করোনাভাইরাস: ইরানে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত ইরান। সেখানে প্রতি ১০ মিনিটে একজন করে মারা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

টুইট বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাওশ জাহানপুওর জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রতি দশ মিনিটি একজন করে ইরানি মারা যাচ্ছে। প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছে অন্তত ৫০ জন।

প্রতিদিন শতাধিক লোক মারা যাচ্ছে দেশটিতে। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জন।

ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী আলীরেজা রাইসি জানান, নতুন এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৭ জনে।

দেশটির পার্লামেন্টের এমপিসহ শীর্ষ অনেক কর্মকর্তা আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। মারা গেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার মধ্যে আছেন শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাও।

এদিকে বিশ্বজুড়ে পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে চীনে ৮১ হাজার এবং ইতালিতে ৪১ হাজার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //