পকেট থেকে টাকা সরান স্ত্রী, কিভাবে সমাধান করবেন

স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই মধুর। দুজনেই একে অপরের দুঃখ-কষ্টের অংশীদার, এই অর্থে একে অপরের সবচেয়ে বেশি কাছের। তবে এই মধুর সম্পর্কের মাঝেও প্রায় সময় খুনসুটি লেগে থাকে। অনেক সময় স্ত্রী স্বামীর মানিব্যাগ বা পকেট থেকে অনুমতি ছাড়া টাকা নেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়ে যায়। এরকম পরিস্থিতিতে পড়তে না চাইলে আগেভাগেই ব্যবস্থা নিতে হবে।

জেনে নিন আপনার করণীয়-

তার হাতে টাকা দিন​

অনেক স্বামী থাকেন যারা স্ত্রীর হাতে কোনো রকম টাকা-পয়সা দিতে চান না। তাদের ধারণা, খাওয়া-পরার খরচ জোগালেই স্ত্রীর আর কোনো হাত খরচের দরকার হয় না। একটু খেয়াল করে দেখুন তো, আপনার পকেটে পয়সা না থাকলে মেজাজ কেমন হয়ে থাকে? তাই স্ত্রীর এদিকটাও ভাবুন। হয়তো তার সত্যিই প্রয়োজন। তাই মাসের শুরুতেই তাকে আলাদা করে কিছু টাকা দিয়ে রাখুন। এরপর সম্ভবত সে আর আপনার পকেট থেকে টাকা সরাবে না।

বুঝিয়ে বলুন

যদি তার এই অভ্যাস আপনার কাছে বিব্রতকর হয় তবে প্রশ্রয় দেবেন না। তাকে বুঝিয়ে বলুন। প্রথমেই আপনার ভালো না লাগার বিষয়টি তাকে বুঝিয়ে বললে সমস্যা বেশি দূর এগোবে না। তবে এজন্য কঠিন গলায় কথা বলার প্রয়োজন নেই। গল্প করতে করতে বুঝিয়ে বলুন। সে যদি বুদ্ধিমতি হয় তবে আপনার সামান্য ইশারায়ই বুঝে যাবে যে এই স্বভাব আপনার পছন্দ নয়।

টাকা লুকিয়ে রাখুন​

যদি আপনার স্ত্রীর হাতটানের অভ্যাস অর্থাৎ প্রয়োজন ছাড়াও টাকা সরানোর অভ্যাস থাকে তবে আপনার টাকার নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে। সব টাকা মানিব্যাগে না রেখে সরিয়ে রাখুন। এমন স্থানে রাখুন, যেখানকার খোঁজ সে জানে না। আপনার ড্রয়ারেও টাকা লক করে রাখতে পারেন। এতে তার বদ অভ্যাস দূর হবে, আপনার টাকাও নিরাপদ থাকবে।

​তার কাছ থেকেও টাকা সরান

তার সঙ্গে এটি হতে পারে এক ধরনের খেলা। সে যেমন আপনাকে লুকিয়ে আপনার মানিব্যাগ থেকে পয়সা সরায়, আপনিও তেমনটা করতে পারেন। সে যেখানটাতে টাকা রাখে সেখান থেকে আপনিও কিছু কিছু করে টাকা সরাতে থাকুন। আপনার এই অভ্যাস নিয়ে কিছু বললেও আপনিও তখন বলার সুযোগ পাবেন। এতে হয়তো তার এই অভ্যাস বন্ধ হবে।

বিশেষজ্ঞের পরামর্শ নিন​

এটি সাধারণ অভ্যাস মনে হলেও অনেক সময় তা নাও হতে পারে। কারণ এটি যদি তার আচরণগত সমস্যা হয় তবে তাকে এক ধরনের অসুখ হিসেবেও ধরে নিতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারলে। আপনার স্ত্রীর মানসিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //