হবিগঞ্জে মাদ্রাসাছাত্র মাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৩:৩১ পিএম

মাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

মাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসাছাত্র কাজী আবিদুর রহমান মাহিনকে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ মে) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য প্রদান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সাহাব উদ্দিন, উপাধ্যক্ষ মো. আব্দুল মুনিম আল হোসাইন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সহকারী অধ্যাপক আব্দুস ছালাম চৌধুরী, প্রভাষক দেরদৌস আহমেদ, মাহমুদুর রহমান মামুন, মো. আব্দুর শুকুর, নিহত মাহিনের মা রোকেয়া বেগম, ভাই কাজী হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে মাদরাসার শিক্ষক ও শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাহিন হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।   

উল্লেখ্য গত ১১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে মাদরাসা ছাত্র মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার রেল জংশনের পাশে দীঘিরপাড়ে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত কাজী আবিদুর রহমান মাহিন উপজেলার নিজগাঁও গ্রামের মরহুম কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh