কোটি টাকার মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩১ পিএম

গ্রেপ্তারকৃত সংগীতশিল্পী এনামুল কবির রেবেল। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃত সংগীতশিল্পী এনামুল কবির রেবেল। ছবি: সংগৃহীত

প্রায় এক কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh