হিট স্ট্রোকে পেপার বিক্রেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে রাসেদুল ইসলাম নামে এক পেপার বিক্রেতার মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজার সংলগ্ন একালার রাস্তায় সে হিট স্ট্রোকে মারা যায়।

রাসেদুল পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোদ্দ বিছনদ‌ঈ এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মদাতী ইউনিয়নের ওই চামটারহাট বাজারের এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হয়। পরে রাস্তায় প্রচণ্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুক চেপে ধরে পাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। 

স্থানীয়দের ধারনা, সে হিট স্ট্রোকেই মারা গেছেন। 

রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করতো। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার না চালাতে কষ্ট হওয়ায় সম্প্রতি সে অটোরিকশা চালানো শুরু করে।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh