অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, আটক ৩

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৭ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ এএম

কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখা। ছবি: পাবনা প্রতিনিধি

কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখা। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে  অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউএনও এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত ১২টা পর্যন্ত কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন।

পরবর্তীতে ১০ কোটি ১৩ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংকটির শাখা ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মো. আবু জাফরকে আটক করে সাঁথিয়া থানা পুলিশ।

অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকার গরমিল পায়। পরবর্তীতে অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh