যশোরে নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে মাদক মামলার রায়ে বেনাপোলে রূপা নামে এক নারীকে  যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশেষ দায়রা জজ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল আলম এই আদেশ দিয়েছেন। দণ্ডিত রূপা বেনাপোলের ছোটআচড়ার হাকিমের বাড়ির ভাড়াটিয়া এবং যশোর সদরের বসুন্দিয়া গ্রামের মালোপাড়ার অলোক বিশ্বাসের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মাদক মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে বেনাপোলের বিজিবি গ্রীন লাইন পরিবহণ কাউন্টারে সামনে অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে এক নারীকে আসতে দেখে থামার নির্দেশ দেয়। এ সময় ভ্যানের যাত্রী রূপাকে তল্লাশি চালিয়ে দেহে পেঁচানো পাইপের মধ্যে থেকে ৪ কেজি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার এবি ছিদ্দিক বাদী হয়ে আটক রূপার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনায় সাথে জড়িত থাকায় রূপাকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রূপার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রূপা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh