জিআই স্বীকৃতি পেলো রাজশাহীর মিষ্টি পান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

মিষ্টি পান। ছবি: সংগৃহীত

মিষ্টি পান। ছবি: সংগৃহীত

জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে রাজশাহীতে উৎপাদিত মিষ্টি পান। গত বছরের ৩১ আগস্ট রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প- নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান ওই নিবন্ধন সনদে স্বাক্ষর করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাজশাহীর মিষ্টি পান সারা দেশের পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। যা প্রতিবছর দুই থেকে আড়াই হাজার কোটি টাকায় বিক্রি হয়। রেশম ও আমের পাশাপাশি পানও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

শামীম আহমেদ বলেন, ‘রাজশাহীর পানকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ৮ মাস আগে আমরা আবেদন করেছিলাম। আমরা এখন সেই স্বীকৃতি পেয়েছি। এই সনদ প্রাপ্তির মাধ্যমে আমাদের পান দেশ বিদেশে আরও সমাদৃত হবে। পান উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটবে। যা অর্থনীতিতে ভূমিকা রাখবে। পান চাষিদের সুদিন ফিরে আসবে।’

পানকে বলা হয় ‘ক্যাশ ক্রপ’ (অর্থকরী ফসল)। আর কৃষকদের কাছে এ পানের বরজ হলো ব্যাংকের মতো। যখন প্রয়োজন হয় তারা বরজ থেকে পান তুলে তা সরাসরি বিক্রি করে অর্থ উপার্জন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh