ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পিএম

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর তাকে ১ম স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করেন। এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করেন। এ ঘটনায় তার পিতা মতলব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রাশেদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

আইনজীবী নারী ও শিশু পিপি বজলুর রশীদ জানান, আমরা এ রায়ে খুশি। বিচারকের যে রায় প্রদান করেছেন তাতে সামাজে থেকে নারী নির্যাতন কমবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh