মন্ত্রী-এমপির আত্মীয়দের কাছে জিম্মি স্থানীয় জনগণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী এখন আবার ‘ডামি’ উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না। মন্ত্রী-এমপির ভাই, শালা, ভাগিনা, ভায়রাদের কাছে জিম্মি স্থানীয় জনগণ।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তীব্র তাপদাহে জনসাধারণের মধ্যে বোতলজাত পানি, স্যালাইন বিতরণের ৭ দিনের কর্মসূচির আজ উদ্বোধন করা হয়।

প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ শুরু হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, তাও ডামি এমপি। আজকে ডামি এমপির স্ত্রী, শ্যালক, ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপিরাজ। এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা।

রিজভী বলেন, বিশেষজ্ঞরা বারবার বলেছেন- কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন না করতে। কিন্তু গণবিরোধী সরকার গণবিরোধী প্রজেক্ট করেছে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলাচিপা, বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে।

আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন। তাও সাধারণ মানুষ তার আওতায় নয়, আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ডও দলীয়করণ করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh