সমুদ্রে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:০২ এএম

জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। ছবি: কক্সবাজার প্রতিনিধি

জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় অঞ্চল বাহারছড়া ইউপির শামলাপুর সাগরে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এর আগে এ ধরনের মাছ ধরা পড়েনি।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ।

শামলাপুর বোট মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন জানান, বাহারছড়া শামলাপুর মনতইল্ল্যা গ্রামের বাসিন্দা জালাল আহমদের ছেলে আবু তৈয়বের জালে সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ। মোবাইল ফোনের বদৌলতে অল্পসময়ে তা জানাজানি হয়ে যায়। দুপুরে মাছসহ ফিশিং ট্রলারটি শামলাপুর ঘাটে পৌঁছলে মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। মাছটির ওজন ১০ মণ। বিকালে মাছটি ঠেলা গাড়িতে শামলাপুর লামার বাজারে ধলা মিয়ার আড়তে নগদ ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। মাছটির তলোয়ার আকৃতির ঠোঁটের কারণে ইংরেজিতে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘সোয়ার্ড ফিস’। স্থানীয়রা বলে ‘তলোয়ার মাছ’। কোন কোন দেশে এ মাছ ‘ব্রডবিল’ নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসাবেও বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সব চেয়ে দ্রুতগামী মাছের মধ্যে এটি অন্যতম। ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে এ মাছ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh