কুড়িগ্রামে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে তিনি মারা যান। 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রোকোনুজ্জামান সরকার জানান, রমনা ব্যাপারীপাড়া গ্রামের মৃত আছুরুল্ল্যাহ ব্যাপারীর ছেলে নজির হোসেন পারিবারিক একটি বিষয় নিয়ে দুঃশ্চিতায় ছিলেন। এছাড়াও সকাল থেকে প্রচণ্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক জানান, ওই বৃদ্ধের মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh