অর্ধশত কোটি টাকার সেতু ভেঙে পড়ল বাতাসে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম

ভেঙে পড়া নির্মাণাধীন সেতু। ছবি: সংগৃহীত

ভেঙে পড়া নির্মাণাধীন সেতু। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাতাসের ধাক্কায় ভেঙে পড়েছে নির্মাণাধীন এক সেতু। দেশটির সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে কাজ শুরু করলেও শেষ হয়নি এই সেতুর নির্মাণ। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ঝড়ো বাতাসের কারণে সেতুটি ভেঙে পড়েছে।

গত সোমবার গভীর রাত থেকেই সেখানে তীব্র বেগে বাতাস বইছিল। সেই বেগেই সেতুটি ভেঙে পড়ে। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় কেউ হতাহত হননি। মঙ্গলবার সেতুটি ভাঙা দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ২০১৬ সালে তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি ও স্থানীয় বিধায়ক পুত্তা মধু মানাইর নদীর বুকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সেতুটির নির্মাণের জন্য প্রায় ৪৯ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়, বাংলাদেশি মুদ্রায় যা অর্ধশত কোটি টাকারও বেশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh