পদ্মা নদী থেকে বালু উত্তোলন, আটক ৫

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

বালু উত্তোলনের ঘটনায় আটককৃতরা। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

বালু উত্তোলনের ঘটনায় আটককৃতরা। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অবৈধভাবে নদী থেকে নৌকা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় নৌ পুলিশের বিশেষ অভিযানে একটি নৌকা ও একটি ড্রেজারসহ বালু উত্তোলনকারী চক্রের পাঁচ সদস্য আটক হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) মিরপুর উপজেলার তালবাড়িয়া থেকে  রূপপুর নৌ পুলিশের বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় নৌকার মাঝি-মাল্লাসহ একটি লোডিং ড্রেজার এবং একটি বালু টানার কারগো /নৌকা আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার তালবারিয়া ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক মাঝি (৫৫), মো. সজিব, মোহাম্মদ আলতাফ (৩৫), মো. সাবদুল (৩৫) এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের মো. মামুন (২৫)।

অভিযান পরিচালনাকারী এসআই জামাল জানান, আসামিদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh