নারী ভক্তকে আলিঙ্গন করায় নিষিদ্ধ ইরান গোলরক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পিএম

নারী ভক্তকে আলিঙ্গন করছেন ইরানের গোলরক্ষক হুসেইন হুসেইনি। ছবি: সংগৃহীত

নারী ভক্তকে আলিঙ্গন করছেন ইরানের গোলরক্ষক হুসেইন হুসেইনি। ছবি: সংগৃহীত

এক নারী ভক্তকে আলিঙ্গন করায় গোলরক্ষক হুসেইন হুসেইনিকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে ইরানিয়ান ফুটবল ফেডারেশন। 

দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, হুসেইনিকে ১টি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। 

ঘটনাটি ঘটে ইরান প্রো লিগের ইস্তেগলাল তেহরান ও অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচের সময়ে। ওই নারী ভক্ত মাঠে ঢুকে হুসেইনির কাছে পৌছে তাকে ছোঁয়ার চেষ্টা করেন। হুসেইনি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন।

এর মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে গোলরক্ষক হুসেইনিকে ড্রেসিংরুমে নিয়ে যান এবং ওই দর্শককে গ্যালারিতে পার করে দেন। 

ইরানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলার দেখার অনুমতি ছিল না। দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২০১৯ সালে নারীদের স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার অনুমতি দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh