মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশের পথে রওনা হয়েছেন ১৭৩ জন বাংলাদেশি। রাখাইনে সংঘাতের মধ্যে পালিয়ে বাংলাদেশে আসা মিয়ানমার প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের ফেরত নিতে যে জাহাজ পাঠানো হবে, সেটিতে করেই তারা ফিরছেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ইয়াঙ্গনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার সকালে সিতোয়ে বন্দর থেকে মিয়ানমারের নৌ জাহাজ চিন ডুইনে করে রওনা হয়েছেন তারা।

‘আগামীকাল জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের নাগরিকদের হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।’

এই বাংলাদেশিদের নামিয়ে মিয়ানমারের জাহাজটি ২৫ এপ্রিল নিজ দেশের সেনা ও বিজিপি সদস্যদের নিয়ে যাবে, তা আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

প্রসঙ্গত, মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৮৫ জন সদস্য রাখাইন থেকে পালিয়ে এসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh