সোনালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

সোনালী লাইফ ইনস্যুরেন্স। ছবি: সংগৃহীত

সোনালী লাইফ ইনস্যুরেন্স। ছবি: সংগৃহীত

সোনালী লাইফ ইনস্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য বরখাস্ত করে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।  সোনালী লাইফ ইনস্যুরেন্সে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।

আদেশে বলা হয়, বিমাকারী ও বিপুলসংখ্যক বিমা গ্রাহকের স্বার্থরক্ষার জন্য বিমা আইন ২০১০-এর ৯৫ (১) ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত ও প্রশাসক নিয়োগের এ আদেশ আজ রবিবার (২১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

আইডিআরএ আরও জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক বিমা আইন ২০১০–এর ৯৬ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের কাছে শিগগিরই একটি প্রতিবেদন দাখিল করবেন। পাশাপাশি বিমা আইনের ৯৫ (৩) ধারা অনুসারে বিমা পলিসি ইস্যুসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh