কারাগার থেকে মুক্তি পেলেন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম

খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

আজ রবিবার (২১ এপ্রিল) তিনি কারামুক্তি পান।

আদালত অবমাননার অভিযোগে পাঁচ মাসের দণ্ডভোগ এবং অন্যান্য মামলায় জামিন পাওয়া ছাড়া পেলেন তিনি। গত বছরের অক্টোবরে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। এরপরই আত্মগোপনে ছিলেন এই নেতা।

পরে গত ২০ নভেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। হাইকোর্টের একজন বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার বা ক্ষমা প্রার্থনায় অস্বীকৃতি জানান হাবিব। ফলে তার ৫ মাসের কারাদণ্ড হয় তার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh