নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম

সন্তান মৃত্যুর ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: নড়াইল প্রতিনিধি

সন্তান মৃত্যুর ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটে ঘটে। শিশু দুটি বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যান তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এসময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মাও বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশু সন্তানদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh