চুক্তির মেয়াদ বাড়ালেন জার্মানির কোচ নাগেলসমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

ইউলিয়ান নাগেলসমান। ছবি: সংগৃহীত

ইউলিয়ান নাগেলসমান। ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের সম্ভাব্য নতুন কোচ হওয়ার দৌড়ে ইউলিয়ান নাগেলসমানের নাম শোনা যাচ্ছিল। তবে সেটা হচ্ছে না। জার্মান জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগেলসমান।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ। ৩৬ বছর বয়সী নাগেলসমানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

চুক্তি বাড়িয়ে নাগেলসমান বলেছেন, ‘এই সিদ্ধান্ত হৃদয় থেকে এসেছে। জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা অনেক গর্বের। সবাই মিলে এখন ইউরোতে সাফল্য পেতে চাই।’

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেন নাগেলসমান। মাঠের ফুটবলে ধুকতে থাকা জার্মানি তার অধীনে ছয় ম্যাচে জিতেছে তিনটিতে, হেরেছে দুইটিতে ড্র করেছ একটি ম্যাচে।

নাগেলসমানের চ্যালেঞ্জ এখন ঘরের মাঠে হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ। এরপর ২০২৬ বিশ্বকাপেও তার অধীনে খেলবে চারবারের চ্যাম্পিয়নরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh