জিতেও বিদায় লিভারপুলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৪ এএম

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় লিভারপুলের। ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় লিভারপুলের। ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ১-০ গোলের জয় পায় লিভারপুল। কিন্তু প্রতিপক্ষ আটালান্টার মাঠে সেই জয়টি কোনো কাজেই এলো না অলরেডদের। প্রথম কারণ, লেগে যে ৩-০ গোলে পিছিয়ে ছিলেন মোহামেদ সালাহরা।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারের পরও ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। এতে বিদায় নিতে হলো ইংলিশ জায়ান্ট লিভারপুলকে।

ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে সালাহর গোলে আশার আলো দেখছিল লিভারপুল। আনফিল্ডে তিন গোলের বড় হারের পর এমন শুরুই দরকার ছিল। কিন্তু ওই এক গোলেই লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। হাফটাইমের আগে সালাহ ২-০ করার সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি।

সফরকারী লিভারপুল প্রথমার্ধে দাপুটে খেললেও দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া লেগেছে। চড়ে বসতে দেয়নি আটালান্টা। পুরো ম্যাচে লিভারপুল ১০ শট নিয়ে ৫টি রেখেছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ২৯ ভাগ সময় বল দখলে রাখলেও আটালান্টাও ৮টি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh