ঝিনাইদহ সদরে ১৮ প্রার্থী মনোনয়ন দাখিল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম

ঝিনাইদহ নির্বাচন অফিস। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ নির্বাচন অফিস। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা ৫ জন হলেন- মো. নুর এ আলম (সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক), হাবিবুর রহমান (ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বর্তমান জামায়াত নেতা) মো. মিজানুর রহমান মাসুম (ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি), গোলাম ছরওয়ার খাঁন ( ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি), জে এম রশীদুল আলম (ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮জন। তারা হলেন- এনামুল হক, মো. জাহিদ হাসান, মো. রতন মিয়া, মো. মতিয়ার রহমান, মো. সোহাগ হোসেন সাগর, মো. বাবু জোয়ার্দ্দার, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং এমএম খায়রুজ্জামান। এদের সকলের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন- আরতী দত্ত, মাহফুজা তাহের, মোছা. ইয়াসমীন আরা বেগম, পাপিয়া সমাদ্দার ও তৃতীয় লিঙ্গের বর্ষা হিজড়া।

খবরটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মো. মোখলেছুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh