শেরপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের নকলায় ঈদে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন আব্দুল রহিম (৪০) নামে এক যুবক। আজ রবিবার (১৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ী গ্রামে। নিহত রহিম নকলা পৌরসভাধীন মৃত হাবিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আব্দুল রহিম পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালাতেন। 

৫ মাস পূর্বে স্ট্রোক করার কারণে সে আর গাড়ি চালাতে পারছেন না। স্ত্রীকে নিয়ে ঢাকা শহরের টংগীর চেরাগআলী থাকতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন সবাই। নাছিমা চলে যান বাপের বাড়ি পাঠাকাটার নামাকৈয়াকুড়ী গ্রামে এবং আব্দুল রহিম চলে যান নিজের বাড়ি জালালপুর গ্রামে।

ঈদের দিন রাত ১২টার দিকে রহিম শ্বশুরবাড়ি নামাকৈয়াকুড়ীতে বেড়াতে আসেন। পরে শনিবার রাতে শ্বশুরবাড়ির পাশে কড়ইগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার স্ত্রী নাছিমা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে পুরো সংসার চালাতেন।

নকলা থানার ওসি মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বেকার থাকার কারণে সে এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ পরিবারের। তবে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh