ঝিনাইদহে ঈদের নামাজ আদায় করলেন এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম

ঈদ জামাতে এমপি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঈদ জামাতে এমপি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঈদুল ফিতর নামাজের জামাত আদায় করেছেন মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা কেন্দ্রীয় ঈদগাঁ উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ আদায় করান জেলা জামে মসজিদের খতিব শায়খ মো. সাইদুর রহমান। 

নামাজে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম। এসময় কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

এসময় মুসলিম উম্মাহর শান্তি কামনা, দেশ ও জাতির উন্নতির জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh