ঈদে বাড়ি যেতে না পারায় গৃহবধূর ‘আত্মহত্যা’

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঈদে বাড়ি যেতে না পারায় স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন তারজিনা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূ।

আজ বুধবার (১০ এপ্রিল) ভোররাতে কোন এক সময় শেরপুর জেলার নকলা উপজেলায় জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে নকলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তানজিল এবং স্মৃতি দুজনেই সিরাজগজ্ঞ জেলার বাসিন্দা। তানজিল সিরাজগঞ্জে সদর উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের পুত্র এবং স্মৃতি সিরাজগজ্ঞ সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্তব্য সিদ্দিক মিয়ার মেয়ে।

তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চার মাস আগে নকলায় বদলী হয়ে আসেন। সেই সুবাদে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয় স্মৃতি। তানজিনেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। সে সময় বাসায় গিয়ে তানজিন বলে ছোট ছেলেকে নিয়ে এতরাতে যাওয়া ঠিক হবে না। রাস্তায় গাড়ির প্রচুর চাপ। সকালে যাব। এই কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেটিকে নিয়ে তানজিল ঘুমিয়ে পরে। সেহরি খাওয়ার জন্য উঠে দেখে স্মৃতি পাশে নেই। বারান্দার গ্রিলের সাথে ঝুলে আছে। পরে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, তারজিনা আক্তার স্মৃতির আত্মহত্যার ঘটনায় আমরা নিহতের স্বামী তানজিলকে আটক করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপক্ষের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মেয়ে পক্ষের লোকজন যেভাবে অভিযোগ দেবে আমরা সেভাবেই মামলার প্রস্তুতি নেব। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh