পান্থপথে ঈদুল ফিতরের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম

ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়াও বুধবার সকালে পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের বেশ কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেছেন অনেক মুসলমান।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় আজ বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হচ্ছে ঈদ।

পান্থপথের একটি কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। তাদের মধ্যে শিশু ও নারীরাও ছিলেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদের জামাতে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও।

 নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh