ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে এখন কোনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জার্মানির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জেএফজেড জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে ‘সুনামির কোনো আশঙ্কা নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh