আইপিএলে উইকেট শিকারির শীর্ষে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ এএম

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম দুটি ম্যাচে ঝলক দেখিয়ে উইকেট শিকারির শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস বিপক্ষে অনুজ্জ্বল থাকলে ১ উইকেট নিয়ে মুকুট নিজের করে রেখেছিন টাইগার ফিজ। যদিও সেই ম্যাচে হেরেছিল চেন্নাই। চতুর্থ ম্যাচে ফিজ খেলতে পারেননি দেশে ফেরার কারণে। ওই ম্যাচেও হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। মোস্তাফিজও হারায় পার্পল ক্যাপ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুই হারের পর মোস্তাফিজ ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে। দুই উইকেট নিয়ে ফিজ উদ্ধার করেছেন শীর্ষ উইকেট শিকারির মুকুট। সাথে চেন্নাই সুপার কিংসও ফিরেছে জয়ে।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে কলকাতাকে ৭ উইকেটে হারিয়ছে স্বাগতিক চেন্নাই। ৪ ওভার ২২ রান খরচায় মোস্তাফিজ নিয়েছেন ২ দুই উইকেট। সবমিলিয়ে ৯ উইকেট নিয়ে সবার শীর্ষে ফিরেছেন কাটার মাস্টার।

ঘরের মাঠে টসে জিতে কলকাতাকে ব্যাটে পাঠায় চেন্নাই। মোস্তাফিজ, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডের বোলিং তোপে ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪ বল বাকী থাকতেই জয়ের বন্দরে নোঙর করে ঋতুরাজ গাইকোয়াদের দল। আসরে চেন্নাইয়ের তৃতীয় জয় এটি। অন্যদিকে চতুর্থ ম্যাচে প্রথম পরাজয় দেখল কলকাতা।

চেন্নাই বোলারদের তোপে ইনিংস লম্বা করতে পারেননি কলকাতা ব্যাটারদের কেউ। সর্বোচ্চ ৩৪ রান করেন শ্রেয়াস আয়ার, ৩২ বল খেলে। ২০ বলে ২৭ রান করেন সুনিল নারিন এবং ১৮ বলে ২৪ রান করেন অংগুক্রিস রঘুবংশী।

চেন্নাইয়ের হয়ে জাদেজা ও দেশপান্ডে তিনটি করে উইকেট নেন। মোস্তাফিজ নেন দুটি।

রানতাড়ায় নেমে ঋতুরাজ গাইকোয়াডের ৬৭ রানের অপরাজিত ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৫৮ বলের ইনিংসটিতে ছিল ৯টি চারের মার। এছাড়া শিবাম ডুবে ১৮ বলে ২৮ এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

কলকাতার হয়ে বৈভব আরোরা দুটি এবং সুনিল নারিন এক উইকেট নেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh