ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

সিলেট-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৮:২৭ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ এএম

লাইনচ্যুত ট্রেনের বগিটি। ছবি: সংগৃহীত

লাইনচ্যুত ট্রেনের বগিটি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গতকাল সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন। ট্রেনটি রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর দাড়িয়াপুর এলাকায় ট্রেনটির একটি বগির দুইটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। সকালে উদ্ধারকাজ শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh