আজ থেকে ১১ দিন বন্ধ থাকবে মিতালী-বন্ধন-মৈত্রী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০১:১২ পিএম

মৈত্রী এক্সপ্রেস। ফাইল ছবি

মৈত্রী এক্সপ্রেস। ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই প্রেক্ষিতে সময়মতো ট্রেন ছাড়া এবং শিডিউল বিপর্যয় নিরসনে আজ রবিবার (৭ এপ্রিল) থেকে আন্তঃদেশীয় তিনটি ট্রেন মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ হচ্ছে। এই তিন ট্রেন মোট ১১ দিন বন্ধ থাকবে।

সম্প্রতি এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। তবে আগামী ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

এছাড়া আগামী ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালামাল বহন করা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh