চেন্নাইয়ে কবে যোগ দেবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পিএম

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

চলতি বছরে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য ক্রিকেটাররা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই কাজের জন্যই মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকায় এসেছিলেন মুস্তাফিজ।

মুস্তাফিজ পুনরায় কবে চেন্নাই দলে যোগ দেবেন এই প্রশ্ন অনেকেরই। অবশেষে ফিজের আইপিএল যাওয়ার দিনক্ষণ জানা গেল। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার (৭ এপ্রিল) পুনরায় আইপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ফিজ। এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি।

এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। বাকি দুই ম্যাচেও দেখা পেয়েছেন উইকেটের। ফিজকে ছাড়া খেলতে নেমে সর্বশেষ ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে চেন্নাই। সেই ম্যাচ শেষে মুস্তাফিজকে মিস করার কথা জানিয়েছিলেন চেন্নাই কোচ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh